রাস্তাঘাটে আনন্দ উৎসব, ঘরে থাকলে মিস করছেন আজকের ঢাকা শহর

বাংলাদেশ ২০৫ রানে অলআউট হওয়ার পর মনটা বিষণ্ণ হয়ে গেছিল। তবুও একটা আশা ছিল, জিততেও পারে বাংলাদেশ, ২০৫ রান দিয়ে লড়াই করা সম্ভব। আশা নিয়া টিএসসি গেলাম খেলা দেখতে। ওখানে পুরাই স্টেডিয়ামের আমেজ। যাদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সৌভাগ্য হয়না, টিএসটিতে খেলা দেখলে মনে হয় স্টেডিয়ামের অভাব কিছুটা হলেও পূরণ হবে। একটু আগে আসলাম, উৎসব চলতাছে এখনও। হাজার হাজার মানুষ রাস্তার মোড়ে মোড়ে উৎসব করতেছে। সোঁনারগা, শেরাটন, কাওরান বাজার, ফার্মগেট, আগারগাঁ মোড়ে দলে দলে মানুষ বাংলাদেশ দলের আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সংবর্ধনা দেওয়ার আশায়।   টিম যদিও আয়ারল্যান্ড, তাতে কি? অল্প স্কোর নিয়ে এভাবে ফাইট করে জেতাটাই অনেক কিছু, সবচেয়ে বড় কথা, আজকের ম্যাচটা জেতার কারনে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ কিছুটা এগিয়ে গেল। আজকে বাংলাদেশ হারলে ব্যাপারটা লজ্জ্বার হতো। সাকিবকে অভিনন্দন সুন্দর ক্যাপ্টেন্সির জন্য। এক রানে আউট হওয়ার পর আশরাফুলের উপর মেজাজ বিলা হয়ে গেছিল, তবুও ভাল যে দু’টো উইকেট নিয়ে ক্ষতিটা পুশিয়ে দিয়েছে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য।

safiul islam of bangladesh against ireland

bangladesh cricket fans

1 thought on “রাস্তাঘাটে আনন্দ উৎসব, ঘরে থাকলে মিস করছেন আজকের ঢাকা শহর”

  1. ভাল লাগছে আজকের খেলা। দারুন বলিং, দারুন ফিল্ডিং। জয়ের জন্য মরিয়া ছিল বাংলাদেশ আজকে, সবসময় এই রকম মানসিকতা নিয়ে খেললে উন্নতি দ্রুত সম্ভব।

Leave a Comment