– অধিকাংশ মাছই সমুদ্রের ৮০০ মিটার বা তার বেশি গভীরে বাস করে যাদের কোন চোখ নেই
– কিং কোবরা সাপের মাত্র ১ গ্রাম বিষ, ১৫০ জন মানুষ মেরে ফেলার জন্যে যথেষ্ট
– একটা গোল্ডফিসের স্মৃতির দৈর্ঘ্য প্রায় ৩সেকেন্ড
– পিঁপড়া কখনও ঘুমায় না
– অধিকাংশ লিপস্টিকেই কিছু পরিমান মাছের আইস থাকে
– গড়ে এক একটা কোকুন (মথ) থেকে ৩০০-৪০০মিটার সিল্ক সুতা তৈরি হয়।
– অস্ট্রিচের চোখ এর মগজের চেয়েও বড়।
– ঘুনে পোকা হেভি মেটাল মিউজিক শোনানো হলে দ্বিগুন পরিমান কাঠ ভক্ষন করে।
– goldfish কে অন্ধকারে রাখলে, সাদায় পরিনত হয়।
– প্রতি বছর পৃথিবীতে প্রায় ১০০০০ পাখি বাতাসের তোড়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়ে মারা যায়
– TYPEWRITER হলো সবচেয়ে লম্বা শব্দ যা কিবোর্ডের এক লাইনের অক্ষরদিয়ে লিখতে হয়।
– Donald Duck কমিক্স ফিনল্যান্ডে নিষিদ্ধ করা হয়, কারন আন্ডারওয়ার না পড়ার জন্য!
– Stewardesses-শব্দটি বাম হাতে কিবোর্ডে লেখা সবচেয়ে বড় শব্দ
– Typewriter- শব্দটি লিখতে কিবোর্ডের একটা লাইনের অক্ষর লাগে।
– ইংরেজিতে সবচে বেশি ব্যবহৃত অক্ষর হল E
– Ernest Vincent Wright নামক এক লেখকের উপন্যাসে প্রায় পঞ্চাশ সহস্রাধিক শব্দ আছে, যেখানে কোন E অক্ষর নাই।
– পাইন ট্রি গাছের শিকড় ৩০ মাইল পর্যন্ত লম্বা হতে পারে
পিঁপড়া কখনও ঘুমায় না!