আজ সকালে ৮ টার সময় ভার্সিটিতে যাওয়ার জন্য বাসে উঠি, বরাবরের মত আজও রাস্তায় প্রচুর পরিমানে জ্যাম। সবার মাঝে উৎকন্ঠা কখন সবাই তার গন্তব্য স্থানে পেীছাবে। তাদের মত আমার মাঝে ও উৎকন্ঠা ছিল আমি কখন ক্লাসে পৌছাবো।
বাস চলতে চলতে যখন রুপসী বাংলা(শেরাটন হোঠেল) এর কাছে পৌছাল , তখন হেল্পার বলল শাহবাগের যাত্রিরা নামুন।
এমন সময় একজন যাত্রী বলল কেন সোজা যাবা না ? তাৎক্ষনিক বাসের ড্রাইভার বলল ভাই ” ঐখানে আজ প্রায় ১৫ দিন পূজা হচ্ছে,তাই এ পথে যাওয়া যায় না”
তখন বাসের অনেকে হেসে উঠল,কিন্তু কেউ বাসের ড্রাইভারকে কিছু বলল না। কিন্তু আমরা দেখি প্রায় সময়ই বাসের হেল্পার, ড্রাইভার এরা ভাল-মন্দ যে কোন ধরনের কথা বলুক না কেন তাদের যাত্রীদের রসাতলে পড়তে হয়।
জানি না আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন, তবে এ্টি আমার আজকের বাস্তব অভিজ্ঞতা।
What does the comment of bus helper mean? Is it sarcasm to hit Hinduism? Laughter of bus passengers on the comment reflects that only. Grow up man.