কয়েকদিন আগেও শুনতাম মানুষ গালি দিত এই বলে, তুই মানুষ না আমেলীগ। আর গতকালকে শুনলাম, তুই মানুষ না রাজাকার। শুধু তাই না তুই মানুষ না শিবির এইটাও শুনলাম। এখন শুধু অপেক্ষা, কবে শুনব তুই মানুষ না, বিএনপি। যাই হোক আমি যা বলতে চাই তা বলি। আমাগর দেশের রাজনীতি আর দল নিয়া মানুষে গাইল দেয়। তাগর আচরন এর কারণেই মনে হয় এমন হয়।
আমার একটাই আশা, তারা একদিন ভদ্র হবে। মানুষ আর গালি দিব না বরং কেউ কারো উপকার করলে বলব তুমি মানুষ না আমেলীগ/বিএনপি যেমন কইরা মানুষে কয় তুমি মানুষ না ফেরেস্তা।