আমার মা
মা তোর শরীরে এত কেন হাত? কেন তোকে এতজোন ছোঁয়? দেখি না তো তাদের চোখ, নাক, মুখ….. কেন আমরা স্বাধীন হয়ে স্বাধীন নই…. এভাবে আর কত রাত কত দিন অসীম সুখের কল্পনায় অসুস্হ হবো! মাথার ভিতরে আমার অসহ্য যন্ত্রনা বুকে আমার জমাট বাঁধা স্নায়ু হাতে কেবল নেশার কাঠি চোখে আছে দুঃস্বপ্নের করতালি কানে বাজে চির …