সম্পর্ক প্রীতি

 

বাক্যালাপে;

পর্যাপ্ত হাসির যোগান দিয়েছিলে তুমি ,

আর যথেষ্ট প্রয়োজনীয় হাসি যোগ করেছিলাম আমিও

তারপরও রয়ে যায় সেই বিন্দু …

ক্ষুদ্র অথচ তাকে অতিক্রমের সাহস করেনা আর কেউই ।

যে সম্পর্কের প্রাণ ভোমরা রয়ে যায় ,

আমলাতান্ত্রিক জটিলতার শৃঙ্খলায় বন্দী ,

কিছু একঘেয়ে হাসি আর নিয়ন্ত্রিত বাক্য বিনিময়ে …

তার জয়গান তুমি আর কত গাইবে ?

তাকে আর উড়তে দিওনা ,

তাকে নাহয় একটু শান্তিতে মরতে দাও ।

2 thoughts on “সম্পর্ক প্রীতি”

  1. ডিয়ার লিনা, আপনার লেখাগুলো পড়লাম, বুঝলাম, ধারণাবাদ দর্শনে আপনার প্রজ্ঞা প্রশংসার দাবী রাখে। শব্দগুলো শক্তিশালী, মায়াময়ী বা শ্লেষ বোঝানোর বোধময়, অনেকদিন পর ভালো কিছু লেখা পড়ে চমকিত হয়েছি। জীবনের সংহতির বিচিত্র রূপের এসব কবিতাগুলো বহুস্বাদময়। আশা রাখছি নিয়মিত লিখবেন……. অপেক্ষায় থাকবো।

Leave a Comment