ওসামা বিন লাদেন বন্দুকযুদ্ধে নিহত

আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্হানে মার্কিন সেনাবাহিনীর সাথে এক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার এক টেলিভিশন ভাষনে খবরটি নিশ্চিত করেন।আল কায়দা নেতা লাদেন

পাকিস্হানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে আবতোবাদ নামের এক এলাকার এক বাড়িতে লাদেন আত্মগোপন করে ছিলেন। তার তিনজন সঙ্গীও নিহত হয়েছেন, এদের মধ্যে একজন নারী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মার্কিন কমান্ডো বাহিনী এ অভিযান চালায়, অভিযানে পাকিস্হানের গোয়েন্দা সংস্হা আই.এস.আই এর সদস্যরাও উপস্হিত ছিল।

২০০১ সালের ১১ ই সেপ্টম্বর টুইন টাওয়ার হামলার পর থেকে মার্কিন বাহিনী তন্ন তন্ন করে খুঁজেও লাদেনকে পায়নি। তাকে ধরে দেওয়ার জন্য পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। লাদেনের মৃত্যুতে বিশ্বের বেশিরভাগ শান্তিকামী মানুষ স্বস্হির নিঃশ্বাস ফেলছে।

এখনও জানি না ঘটনা সত্যি কিনা! এর আগেও বেশ কয়েকবার লাদেনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল কিন্তু আসলে পরে দেখা যায় ঘটনা সত্যি না। তবে এবার যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট জনসম্মুখে ব্যাপারটা নিশ্চিত করেছেন, ঘটনা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।

Leave a Comment