একটি ফোল্ডার ভ্যানিশ করার কৌশল: ফোল্ডারটি ড্রাইভেই থাকবে কিন্তু আপনি ছাড়া আর কেও অনুমান করতে পারবে না ওটার অবস্হান

১. ‘নিউ ফোল্ডার’ এ ক্লিক করে একটি নিউ ফোল্ডার খুলুন।

how to hide folders in computer

২. ‘রিনেম’ দিয়ে ফোল্ডারের নামটি মুছে ফেলুন।

Hide Your files and folders

৩. এবার ‘ওল্টার’ চেপে ফোল্ডারের নামে টাইপ করুন ‘০১৬০’ । জায়গাটা ব্লাঙ্ক দেখাবে।

৪. এবার ফোল্ডারের ‘প্রপার্টিজ’ এ গিয়ে ‘কাস্টমাইজ’ এ ক্লিক করুন, তারপর ‘চেঞ্জ আইকন’ এ ক্লিক করুন।

how to hide folders in computer

৫. আইকন গুলোর মধ্যে ব্লাঙ্ক কিছু আইকন পাবেন, যেকোন একটি সিলেক্ট করুন। তারপর ‘ওকে’ দিয়ে বেরিয়ে আসুন।

৬. ‘ওকে’ দিয়ে প্রপার্টিজ থেকে বেরিয়ে আসার পর পরিবর্তন খেয়াল করুন। আপনার ফোল্ডার আছে কিন্তু জায়গাটা ব্লাঙ্ক দেখাচ্ছে। ফোল্ডারে আপনার গোপনীয় কিছু রাখতে পারেন, বা এ ফোল্ডারটি অন্য ফোল্ডারেও রাখতে পারেন, কেউ টের পাবে না, যদি না জানে এর অবস্হান।

how can i hide folder in computer

ধন্যবাদ।

Leave a Comment