ইসলাম অর্থ শান্তি নয়, আত্মসমর্পণ

অনেকেই ইসলাম শব্দের অর্থ করেন শান্তি। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায়, আলোচনায় প্রাজ্ঞজনেরা ইসলামকে শান্তির ধর্ম বলে আখ্যায়িত করে থাকেন, তাদের সারবক্তব্য হল ইসলাম খুব নিরীহ, গোবেচারা টাইপের একটি ধর্ম। অনেকটা খ্রীস্টবাদের একগালে চড় দিলে আরেক গাল পেতে দাও, তোমার কোর্তা নিয়ে গেলে জোব্বাটিও দিয়ে দাও – এমন। আসলেই কি তাই? বরং এটা সত্যের চরম অপলাপ। উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের একটি অংশ মাত্র।

 

 

ইসলাম আরবী শব্দ যার অর্থ আত্মসমর্পন করা। আর শান্তির আরবী শব্দ হচ্ছে সালাম।

আরবী ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান ইবনে মানজুর রচিত ‘লিসান আল আরাব’ এ বলা হয়েছে, ইসলাম শব্দটি ‘ইসতিসলাম’ (استسلاما) শব্দ থেকে নেয়া হয়েছে যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া, আত্মসমর্পণ করা।

 

অনেকে মনে করেন سلم এই তিনটি অক্ষর থেকে যেহেতু ইসলাম ও সালাম উভয় শব্দের উৎপত্তি, তাই উভয় এর অর্থ একই হবে। অথচ বাস্তবে একই মূল ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমনঃ سلم থেকে উৎপন্ন শব্দ সমূহ হলোঃ

 

ইসলাম – اسلام – আত্মসমর্পণ

সালাম- سلام – ভালো থাকা / শান্তি

সালামা- سلما – চামড়ার প্রস্তুতি (ট্যানারী)

সালিমা-سليما – বিপদ থেকে রক্ষা পাওয়া (স্ত্রী বাচক)

সালিম -سليم – বিপদ থেকে রক্ষা পাওয়া (পুং বাচক)

আসলাম- اسلم -সপে দেয়া (submit)

ইসতিসলাম- استسلاما -আত্মসমর্পণ করা

মুসাল -مسل -যাতে কোন মতদ্বন্দ হয়নি (Undisputed)

 

বিস্তারিত জানতে দেখুনঃ সাহিব বিন আব্বাদ [الصاحب بن عباد] (মৃত্যুঃ ৩৮৫ হিজরী) রচিত আল-মুহিত ফিল লুগাহ [المحيط في اللغة] এর سلم অধ্যায়।

 

হানাফী মাজহাবের প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থ ইমাম ইবনে আবেদীন (রঃ) রচিত রুদ্দুল মুহতারে

(رد المحتار على الدر المختار شرح تنوير الأبصار) বলা হয়েছেঃ

 

اعْلَمْ أَنَّ الْإِسْلَامَ عَلَى وَجْهَيْنِ : شَرْعِيٍّ ، وَهُوَ بِمَعْنَى الْإِيمَانِ . وَلُغَوِيٍّ ، وَهُوَ بِمَعْنَى الِاسْتِسْلَامِ وَالِانْقِيَادِ كَمَا فِي شَرْحِ الْعُمْدَةِ لِلنَّسَفِيِّ- رد المحتار- 6/298

 

অর্থাৎ, জেনে রাখো, ইসলামের অর্থ দুইটি। ইসলামী শারীয়াতের পরিভাষায়ঃ এটার অর্থ হচ্ছে ঈমান। আভিধানিক / শাব্দিক অর্থে এর অর্থ হলোঃ আত্মসমর্পণ الِاسْتِسْلَامِ এবং মান্য করা وَالِانْقِيَادِ  ঠিক যেভাবে ইমাম নাসাফীর আল-উমদাহ এর ব্যাখ্যাগ্রন্থে এসেছে।

 

ইমাম ইবনে তাইমিয়া মাজমু আল ফাতাওয়াতে বলেছেনঃ

فَالْإِسْلَامُ يَتَضَمَّنُ الِاسْتِسْلَامَ لِلَّهِ وَحْدَهُ -مجموع الفتاوى3/91

 

অর্থাৎ, ইসলাম এর অর্থের মধ্যে রয়েছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।

 

ইসলামের শত্রুরা বিভিন্ন ভাবে আমাদের মধ্যে অনেক ভুল ধারনা ঢুকিয়ে দিতে চায়। যাতে আমরা প্রকৃত ইসলাম না জানি, সেটা থেকে দূরে থাকি, তাহলে তারা আমাদেরকে পরাজিত করে রাখতে পারবে। যার একটা উদাহরণ হলোঃ স্বয়ং ‘ইসলাম’ শব্দের অর্থ এর ভুল আভিধানিক অর্থের প্রচলন।

 

অনেক মুসলমান সঠিক ব্যাপারটা না জানার কারণে ইসলাম মানে শান্তি বলে থাকেন। ইংরেজরা যখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তখন তৎকালীন ইংরেজ গভর্ণর ড• ম্যাকলিকে আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরী করার দায়িত্ব দেয়। এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক পরিভাষা; যেমন ইসলাম, ইলাহ, রব, তাওহীদ, শিরক, তাগুত, জিহাদ ইত্যাদি পরিবর্তন করে। তন্মধ্যে ইসলামের জিহাদ তথা বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ ও সংঘাতকে এড়ানো জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ শান্তি করে থাকে।

 

আমাদের ইসলাম সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জনের শুরু হোক স্বয়ং ‘ইসলাম’ শব্দের অর্থ দিয়ে।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।

 

এই বিষয়ে আরো জানতে দেখুনঃ

http://www.facebook.com/pages/Only-Islam/316087461815607

http://abcofislam.tk/

18 thoughts on “ইসলাম অর্থ শান্তি নয়, আত্মসমর্পণ”

  1. “..প্রাজ্ঞজনেরা ইসলামকে শান্তির ধর্ম বলে আখ্যায়িত করে থাকেন, তাদের সারবক্তব্য হল ইসলাম খুব নিরীহ, গোবেচারা টাইপের একটি ধর্ম। অনেকটা খ্রীস্টবাদের একগালে চড় দিলে আরেক গাল পেতে দাও, তোমার কোর্তা নিয়ে গেলে জোব্বাটিও দিয়ে দাও – এমন। আসলেই কি তাই?”:- Mote-i noy. Islam holo hingsra o khuno khuni-r dharma. Apnar kachhe Islam-ke shanti-r dharmo bola onek-ta gaali debar moto.
    “তন্মধ্যে ইসলামের জিহাদ তথা বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ ও সংঘাতকে এড়ানো জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ শান্তি করে থাকে।”:- Apni ar ek Bangla-bhai hote cholechhen.

  2. ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। আমি এই তথ্য অবশ্যই আমার ক্লোজ মানুষদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ!

    1. আমীন। আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমরা যদি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিশুদ্ধ ধারণা অর্জন করতে পারি আর তা নিজ পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারি তবে ইনশাআল্লাহ একদিন অবশ্যই আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবার জন্য পূর্ণ প্রস্তুতির সাথে উঠে দাঁড়াতে পারবো!

  3. আপনার এটা আমি এজন্যই প্রচার করব যে আপনি রেফারেন্স সহ উল্লেখ করেছেন। ভাই এটা কি সম্ভব নয় যে এই শব্দের দুটি অর্থই হতে পারে; শান্তি ও আত্মসমর্পণ।

    1. মাশাআল্লাহ!
      আল কোরআনে যে সব জায়গাতে আত্মসমর্পণের কথা এসেছে সে সব জায়গাতে ইসলাম শব্দটি বা সেটির কোন একটি রূপ যেমন: তাসলীমা, আসলামা ইত্যাদি শব্দ এসেছে। আর কোরআনে যে সব জায়গায় শান্তির কথা এসেছে সে সব জায়গায় সালাম শব্দটি এসেছে।

      1. আপনার এই মন্তব্য দেখে আমার মনে এই প্রথম কনফিউস তৈরি হল যে সত্যিই কি ইসলাম মানে শান্তি নয়। এর আগে এই পোস্ট কোথায় যেন দেখেছি কিন্তু গুরুত্ব দেইনি। আজ কুরআনে সার্চ দিয়ে দেখি সত্যি সত্যি সব জায়গায় আত্মসমর্পণ হিসেবে শব্দটি ব্যবহার হয়েছে।আপনাকে আল্লাহ উত্তম পুরস্কার দিন।

  4. আমিতো এতদিন ইসলাম মানে শান্তি জেনে এসেছি। আপনি কি বলতে চান তাহলে যত উলামারা এর অর্থ শান্তি করেছে সবাই ভুল?

    1. মন্তব্যের জন্য আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। ভাই অনেক দিন ধরে একটা জিনিস জানা মানেই তো এই নয় যে সেটা সঠিক। আর সত্যি কথা হলো কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়, আর ইসলামে জ্ঞানের উৎস হল কোরআন, হাদীস এবং এ দু’টির উপর ভিত্তি করে ইজমা ও কিয়াস।

      আর ইসলামের বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত উলামাগণ ইসলামের অর্থ শান্তি বলেন নি, এখনও বলেন না, বরং যারা মূলত আলেম নন, তারাই সালাম ও ইসলাম শব্দ দু’টির মাঝে কিছু আক্ষরিক মিল থাকায় আর জ্ঞানের স্বল্পতার কারণে দু’টি শব্দের অর্থই শান্তি বলে ফেলেন!

  5. যেসব মানুষ মেরুদন্ডহীন শুধু তারাই ইসলাম মানে শান্তি করতে পারে … যাই হোক আমাদের জন্য এই পোস্টটি খুবই দরকারী… আশা করি সবাই শেয়ার করবেন :thumbup

    1. মন্তব্যের জন্য আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। “ইসলাম” শব্দের অর্থ “আত্মসমর্পণ”, আর “সালাম” শব্দের অর্থ “শান্তি”। ইসলাম কে নিজের দ্বীন হিসেবে গ্রহন করে ঈমানদার মানুষেরা অন্তরে শান্তিই পায়, তবে শান্তির জন্য সালাম শব্দটিই ব্যবহৃত হয়, যেমন: একজন মুসলমানরা একে অপরকে দেখে বলে “আস-সালামু আলাইকুম” যার মানে হল আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

  6. After a long time I revisited the post. Islam means “surrender” and not “peace”. Thsi explains that after surrendering to Allah, Muslims may not be peaceful. On the contrary they can be violent to impose Allah on non-believers. Wah ! And we call Islam a RELIGION ! Does not this smell like COMMUNISM? In Communism, one needs to surrender before the ideology and then become violent to make everybody follow Communism.

Leave a Comment