রিকশায় চিত্রায়ন, একটি শিল্প – কিছু ছবি

বাংলাদেশে মানুষের যাতায়াতের প্রধান বাহন রিকশা। রিকশার প্রস্তুতকারকরা তাদের বানানো রিকশা সুন্দরভাবে চিত্রায়ন করার চেষ্টা করেন। হাতে আঁকা এ চিত্রগুলোতে ফুঁটিয়ে তোলা হয় সিনেমার নায়ক নায়িকার ছবি, মসজিদ মন্দির তাজমহল, আবার অনেক সময় কাল্পনিক কোন গল্পের চরিত্র। রিকশার এ শিল্প বাংলাদেশের একটা ঐতিহ্য। যদিও ইদানিং আগের মতো কারুকার্য খুঁজে পাওয়া যায় না। কারন, এখন আর কেউ রিকশার চিত্রায়ন দেখে রিকশায় ওঠে না। চাহিদা বেশি রিকশা কম, একটা হইলেই হলো এমন অবস্হা।  এ কারণে প্রস্তুতকারকরাও রিকশা চিত্রায়নের দিকে খুব একটা নজর দেন না। মফস্বল শহরগুলোতে কিন্তু এখনও রিকশা চিত্রায়নের দিকে বেশ নজর দেওয়া হয়।

নেট থেকে কালেক্ট করা রিকশায় চিত্রায়নের কিছু ছবি –

rickshaw art in bangladesh. রিকশায় চিত্রায়ন

cinema art behind rickshaw. রিকশা শিল্প

rickshaw art

rickshaw in bangladesh

bangla cinema behind rickshaw

rickshaw in bangladesh

rickshaw art

pictures behind rickshaw

pictures in rickshaw

pictures art in rickshaw

pictures art behind rickshaw

bangladeshi rickshaw art

A rickshaw of Bangladesh

a nice picture behind rickshaw

picture art behind rickshaw

2 thoughts on “রিকশায় চিত্রায়ন, একটি শিল্প – কিছু ছবি”

  1. ভাল লাগলো, চমৎকার পোস্ট। রিকশায় এত নকশা এখন আর চোখে খুব একটা পরে না। রিকশায় চিত্রায়ন বাংলাদেশের একটা ঐতিহ্য, বিশেষ করে সিনেমার পোট্রেটগুলো। আগে ৯০% রিকশায় সিনেমার চিত্র চোখে পড়তো। ধন্যবাদ।

    1. ধন্যবাদ মন্তব্যের জন্য।
      অফটপিক: প্রাফাইল পিকে আপনার হাতের চার আঙ্গুল কেন! বাকিটা কই গেল!

Leave a Comment