তুমিই স্রস্টা

তোমার ভাবনায়, আমি যেন তোমাকে কাদা দিচ্ছি।

কিন্তু জেনো ,

তুমি তা আমার দিকেই ছুঁড়তে পারো সহজেই

অথবা

তুমি একটা ভাস্কর্য তৈরি করতে পারো ।

তোমার ভাবনায় , আমি যেন নিশ্চিতভাবে তোমাকে
অগ্নিশিখা দিতে পারছি ।

কিন্তু জেনো,

তুমি তা দিয়ে সৃষ্টি করতে পারো  রোম বধের আনন্দ

অথবা

একজন কুঁকড়ে যাওয়ার কাছে মশাল প্রজ্বলনের
উল্লাস ।

তুমি বারবার বিস্মৃত হও অথবা বিনিয়ন্ত্রিত কর ;

যেখানে একটি বর্ষা দিন গুনে যায়  তোমারি বরণের অপেক্ষায় ।

 

 

 

 

4 thoughts on “তুমিই স্রস্টা”

  1. লীনা,
    “একটি বর্ষা দিন গুনে যায়” কখোন স্রষ্ঠা তার অনবদ্য সৃষ্টিতে হাতটি দেবেন…………
    ভালো হযেছে । আরো লিখুন ।
    শুভেচ্ছা ।

Leave a Comment