শেয়ারবাজারে চলছে দরপতনের রেকর্ড

গতকাল ৯৯% শেয়ারের দাম কমেছে, এটা একটা রেকর্ড, আজকেও তা অব্যাহত আছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৪৩ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩ টির, বাকি সবগুলোর দাম কমেছে। আমাদের মতো ছোট্ট বিনিয়োগকারীদের মাথায় হাত! ডিসেম্বরে শুনলাম জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দাম বাড়া শুরু হবে। প্রথম সপ্তহের কয়টা দিন ভালই ছিল, এই সপ্তাহে ডিসেম্বরের চাইতেও ভয়াবহ অবস্হা। কপালে কি আছে জানি না! খালি টেনশন আর টেনশন!!!

ডিএসই সূচকের আজকের অবস্হা–

ডিএসই সূচক

3 thoughts on “শেয়ারবাজারে চলছে দরপতনের রেকর্ড”

  1. ব্যাপক দরপতনের কারনে আজকে ১১.৩০ মিনিট থেকে লেনদেন বন্ধ রাখা হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিন ঋণের সীমা ১:১.৫ থেকে বাড়িয় ১:২ করেছে আজকে। এটা একটা ভাল ডিসিশান।

Leave a Comment