কম্পিউটার গতিশীল রাখতে এবং পারফরমেন্স বাড়াতে Piriform এর দু’টি ফ্রিওয়্যার

১. CCleaner

২. Defraggler

কম্পিউটারের পারফরমেন্স বাড়ানোর জন্য সফওয়্যার দুটি অসাধারণ।

CCleaner: ইন্টারনেট এবং কম্পিউটার ব্রাউজিং এর ফলে প্রতিদিন জমা হওয়া অপ্রয়োজনীয় বা টেম্পরারি ফাইলগুলো এক ক্লিকে মুছে ফেলে। ফলে কম্পিউটার হয় গতিশীল।

CCleaner-a pc optimization software

এছাড়াও

-সফ্টওয়্যারটি দিয়ে রেজিস্ট্রিতে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইলগুলোও মুছে ফেলা যায়।

– কোন সফ্টওয়্যার আনইনস্টল করতে এটি ব্যবহার করা যায়।

– স্ট্রাটআপ ক্লিন করতে বা কাস্টমাইজ করতে এটি ব্যবহার করা যায়।

– এমনকি ড্রাইভ উইপার হিসেবে এবং  সিস্টেম রিস্টোরের অপ্রয়োজনীয় ফাইলগুলিও এটি দিয়ে ডিলিট করা যায়।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

২. Defraggler: কম্পিউটারের গতি বাড়াতে নিয়মিত ড্রাইভগুলো ডিফ্রাগমেন্টের গুরুত্ব অপরিসীম। Defraggler একটি ডিফ্রাগমেন্ট সফ্টওয়্যার এবং এটি ব্যবহার করা খুব সহজ, আর কাজও দেয় ভাল।

Defraggler- a pc defragment software

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Comment