12 WAY TO EARN MONEY FROM ONLINE, PAYMENT GUARANTEED

ইহা অনস্বীকার্য যে, একবিংশ শতাব্দিতে ইন্টারনেট প্রযুক্তি মানুষের মনে এক নবচেতনার দ্ধার উম্মুক্ত করেছে, সভ্যতার ক্রমবিকাশে রয়েছে যেমন এর বিরাট ইতিবাচক ভূমিকা, রয়েছে কতিপয় নৈতিবাচক ভূমিকা, তবে সামগ্রিক বিচারে বিশ্বব্যপী এই প্রযুক্তির ইতিবাচক ভূমিকাই অগ্রগণ্য, বিশ্বব্যপী ইন্টারনেট প্রযুক্তির নৈতিবাচক প্রভাবের জন্য মানুষের বিকৃত চিনত্মাধারাই যে বিশেষভাবে দায়ী ইহা বলার আর অবকাশ নেই, পরিশুদ্ধ চিনত্মাধারার অসংখ্য মানুষ যেহেতু এর মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্নভাবে উপকৃত হচ্ছে তাই এর কল্যানকর দিকটিকে অস্বীকৃতি জানানোর কোন সুযোগ নেই৷ ইন্টারনেট প্রযুক্তি পিছিয়ে থাকা দেশগুলোতে বিনোদনের মত একটি বস্তু হলেও পশ্চিমা বিশ্বে শিল্পরূপে সমাদৃত, প্রতিবেশি দেশ ভারত, শৃলংকা এবং পাকিসত্মানেও ইন্টারনেট প্রযুক্তি বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যমরূপে পরিগনিত৷ ইন্টারনেট প্রযুক্তির সঠিক ইতিবাচক ব্যবহার দেশগুলোকে এগিয়ে দিয়েছে প্রায় একশত বত্সর৷ বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে থাকলেও রয়েছে ব্যপক সম্ভাবনা৷ যেহেতু এদেশে বিরাট শিক্ষিত জনগোষ্টি রয়েছে সুতরাং তারাই পারে তথ্যপ্রযুক্তির প্রতিনিধিত্ব করে এদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য সুপ্রসন্ন করতে৷ তথ্যপ্রযুক্তি তথা অনলাইন আউটসোর্সিং শিল্পকে গুরত্ব দিয়ে কতিপয় প্রতিষ্টান এগিয়ে এলেও প্রয়োজন রয়েছে সরকারী পৃষ্টপোষকতা, অনলাইন আউটসোর্সিং শিল্পের মাধ্যমে যেহেতু বিরাট জনগোষ্টির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তাই এই ক্ষেত্রটির পক্ষে সরকারি নীতিমালা সময়ের দাবী৷ এদেশের মানুষ যেহেতু প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে সেক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমেও মানুষের বিভিন্নভাবে প্রতারিত হবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না৷ বিগত শতাব্দিতে এদেশের মানুষের ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি অথচ এরই মধ্যে আমরা দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার তিনটি যুগ ইতিমধ্যে অতিবাহিত হলেও এদেশের বিরাট জনগোষ্টি এখনো অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে৷ আক্ষেপের বিষয় আমাদের দেশে প্রায় আরাই কোটি শিক্ষিত বেকার থাকা সত্বেও প্রতি বত্সর আট থেকে দশ লক্ষ লোক নূতন করে বেকার হচ্ছে, বেকারত্বের ভয়াবহ নৈতিবাচক প্রভাবে দেশ একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে যুব সমাজ ধাবিত হচ্ছে নেশা সহ বিভিন্ন অন্যায় কর্মকান্ডের দিকে, ক্ষুদ্র হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে হত্যা কিংবা ছিনতাই এর মত অমানবিক অপরাধ যেন দৈনন্দিন জীবনের একটি অংশ মাত্র, মৌলিক চাহিদা পূরনের লক্ষ্যে অসংখ্য মেয়েকে বাধ্য হয়ে দেহব্যবসার মত ঘৃন্য পেশাকে বেছে নিতে হচ্ছে৷ দেশের এই নৈতিবাচক পরিস্থিতির জন্য বেকারত্ব যে অনেকাংশ দায়ী সেটা বলার অবকাশ নেই৷ বেকারত্ব বিমোচনে এদেশের সরকার ব্যবস্থার আনত্মরিকতার অভাব না থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা সহ বিভিন্ন নৈতিবাচক পরিস্থিতির কারনে সময়োপযোগী চিনত্মামূলক কর্মধারা বিভিন্নভাবে বাধাগ্রস্থ৷ আত্বকর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাময় খ্যাতগুলো যেমন কৃষিশিল্প, পশুসম্পদ, মহস্য সম্পদ, হসত্মশিল্প, জনশক্তি রপ্তানী এবং গারমেন্টস শিল্প সহ প্রায় খ্যাতগুলো অনেকটাই অবহেলিত৷ সেই সঙ্গে অবহেলিত সম্ভাবনাময় আউটসোর্সিং শিক্ষাও৷ অথচ এই ক্ষেত্রটিকে কাজে লাগানোর মাধ্যমে এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্ব, কোটি কোটি ডলার তারা আয় করছে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমে৷ আইটি বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী বাংলাদেশের কয়েক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে অনলাইন আউটসোর্সিং শিল্পকে কাজে লাগানোর মাধ্যমে৷ যদিও এদেশে নেই ক্রয়সীমার মধ্যে ইন্টারনেট প্রযুক্তি, নেই আউটসোর্সিং শিক্ষার এর উপর নির্ভরযোগ্য প্রতিষ্টান৷ এই অনিশ্চয়তার মধ্যেও মেক ওয়েব আইটি নামক একটি প্রতিষ্টান সময়োপযোগী একটি প্রদক্ষেপ গ্রহন করেছে৷ রাতারাতি টাকা উপার্জনের কোন প্রকার লোভ দেখিয়ে নয়, মেক ওয়েব আইটি বাসত্মব সম্মত পন্থায় এদেশের মানুষকে অনলাইন আউটসোর্সিং শিক্ষায় শিক্ষিত করতে চায়, মেক ওয়েব আইটি চায় আউটসোর্সিং এবং আইটি শিক্ষায় শিক্ষিত করে এদেশের বিরাট জনগোষ্টিকে জনসম্পদে রূপানত্মরিত করতে, এদেশের একজন শিক্ষার্থী আঠার বত্সর পরাশুনা করেও যেহেতু আট হাজার টাকার একটি চাকুরীর নিশ্চয়তা পাচ্ছে না তাই বিকল্প কর্মপ্রদ্ধতির পথে আত্বনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা সকলের জন্যই এখন সময়ের দাবী৷ সমপ্রতি মেকওয়েব আইটি এক মাস মেয়াদী একটি অনলাইন আউটসোর্সিং কোর্স চালু করেছে, কোর্সটি করে যেন একজন মানুষ ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে এমন একটি মহত্ লক্ষ্য নিয়ে প্রতিষ্টানটির আত্বপ্রকাশ হয়েছে, উক্ত কোর্সের অধীনে রয়েছে গুগল এ্যডসেন্স, অলটারনেটিভ গুগল এ্যডসেন্স, ফ্রিল্যান্সিং জব, এ্যফেলিয়েট মার্কেটিং, আর্টিক্যল রাইটিং, আর্টিক্যাল রি-রাইটিং, আর্টিক্যাল সাবমিশন, ফোরাম পোষ্টিং, ক্লাসিফাইড এ্যড পোষ্টিং, ইয়াহু মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং ইত্যাদি৷ উক্ত কাজগুলো ভালভাবে যদি কোন ব্যক্তির জানা থাকে তাহলে কোন প্রকার বিনিয়োগ ছাড়াই ঘরে বসে প্রতিমাসে ১০০ থেকে ১০০০ ডলার পর্যনত্ম আয় করা সম্ভব৷ বর্তমান সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এক বত্সরের সদস্যপদ সহ কোর্স ফি ৬০০০ টাকা নির্ধারন করা হয়েছে মাত্র৷ আউটসোর্সিং শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা হিসাবে থাকছে “আমেরিকান ইন্টারন্যশনাল মাষ্টারকার্ড, অনলাইন ব্যাংক একাউন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উপর বেসিক ধারণা, তিন শতাধিক সফলতার দির্কনির্দেশনা সম্বলিত বাংলা ই-বুক, তিনটি মেক মানি অনলাইন ই-বুক, পঞ্চাশ পেজ রেডি কন্টেন্ট বিশিষ্ট একটি ওয়েবসাইট, যাদের ইন্টারনেট নলেজ নেই তাদের জন্য ফ্রি ইন্টারনেট ই-মেইল এডুকেশন, ফোরাম সাপোর্ট, কোর্সের পরবর্তি সময়ের সমস্যার জন্য এক বত্সরের সদস্যপদ, এবং ফ্রি ডাটা এন্টি জব৷ এছাড়াও প্রতিষ্টানটি গবেষনা চালিয়ে যাচ্ছে কিভাবে এদেশের বৃহত্তম জনগোষ্টিকে ফ্রি কাজ দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা যায়৷ Admin

এই সাইটের সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্শন
আমি অবহিত যে, এখানে আর্টিক্যলের পাশাপাশি কোন প্রকার এ্যড প্রদান করা অনুচিত, বস্তুত একটি মহত্ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্টানটির নূতন আত্বপ্রকাশ করেছে বিধায় সবাইকে অবহিত করতে আজকের এই আর্টিক্যাল, যেহেতু আউটসোর্সিং শিক্ষা সময়ের দাবী সেহেতু এখানে সমালোচনার কোন অবকাশ নেই, আমরা সমাজের অনেক বিষয় নিয়ে লিখি কিন্তু আত্বকর্মসংস্থানের অভাবে যে অমাদের দেশের অসংখ্য ভাই বোন বিভিন্ন কঠিন সমস্যার সম্মুখিন আমরা এহেন পরিস্থিতিতে কতজনের কর্মসংস্থান দিতে পারছি৷ আত্বকর্মসংস্থানের অভাবের ভয়াবহ প্রভাবে যেহেতু সমগ্র দেশ আজ একটি অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে এহেন পরিস্থিতিতে যদি কোন একটি মাধ্যমকে কাজে লাগানোর মাধ্যমে আমাদের দেশের ভাই বোনেরা কিছু টাকাও আউটসোর্সিং করে আয় করতে পারে তাহলে এমন একটি গুরত্বপূর্ন বস্তু প্রচার করা বা এটা নিয়ে চিন্তা ভাবনা করা সময়ের দাবী নয় কি ? আপনি কি বলেন ?

Earn From Home Without Fail
http://careera1.com

Leave a Comment