কালের কন্ঠ থেকে পদত্যাগ করলেন আবেদ খান

গতকাল পদত্যাগ পত্র জমা দিয়েছেন আবেদ খান, কালের কন্ঠে আর তিনি থাকছেন না। নৈতিক ও পেশাগত কারনে কালের কন্ঠ থেকে পদত্যাগ করেছেন, জানিয়েছেন তিনি।

পত্রিকাটি নিয়ে একটা আশা তৈরি হয়েছিল, এইজন্য যে প্রথম আলোর একক আধিপত্য কমা শুরু হয়েছিল কালের কন্ঠ বাজারে আশার পর থেকে। সেটা মনে হয় আর হলো না। আসলে মালিক খারাপ হলে যা হয়। বসুন্ধারা গ্রুপের স্বর্থ রক্ষার জন্য পত্রিকাটি তৈরি হয়েছিল, টাকা দিয়ে তারা ভালো ভালো সাংবাদিক কিনেছিল। আবেদ খানকে দিয়ে মনে হয় আর স্বর্থ রক্ষা হচ্ছিল না বসুন্ধরার মালিকের। এই জন্য আবেদ খানকে ছাঁটাই বা তাঁর পদত্যাগ, যেকোন একটা। যেটাই হোক, এই পত্রিকাটি থেকে ভাল কিছুর আশা বাদ দিলাম।

Leave a Comment