জাতীয় স্বার্থ পরিপন্হী অসম চুক্তি বিরোধী ব্লগার ও অনলাইন কমিউনিটির ব্যানারে ব্লগাররা ২ রা জুলাই থেকে গ্যাস চুক্তি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। আজকে গিয়েছিলাম শাহবাগে, অনেক ব্লগার এসেছিলেন। বক্তৃতা, ব্যানার, স্লোগান, প্লেকার্ড আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের প্রতিবাদ কর্মসূচী পালন কার হয়। আজ ৩ রা জুলাই হরতাল কর্মসূচী সফল করতে সকাল ৯ টাই টিএসসি তে মিলিত হবে সবাই।
শাহবাগের কিছু ছবি: